Your shopping cart is empty!
ভেজালে সয়লাভ হয়ে গেছে গোটা বাংলাদেশ,
এই দু:সময়ে অর্গানিক তথা যাবতীয় ক্ষতি কারক রাষয়নিক বিষক্রিয়া হইতে মুক্ত হালাল খাদ্যের যোগান দেয়া একটি কঠিনতম যুদ্ধ বটে! তবে আমাদের পক্ষে তা সম্ভব ইংশা আল্লহ্। আপনার অংশগ্রহন এই যুদ্ধের ভীতকে আরো মজবুত করবে, ইংশা আল্লহ্। অচিরেই যেনো সবাই বাধ্য হয় খাদ্যে বিষ প্রয়োগ হইতে বিরত হইতে; আর রক্ষা পায় আমাদের সন্তানেরা খাদ্যের বিষক্রিয়া হইতে,
এই প্রত্যাশায় ‘অর্গানিক হালাল এগ্রো লিমিটেড’ এর পথ চলা।
সঙ্গেই থাকুন...